শিরোনাম
শিক্ষা ও সমাজ সেবায় বিশেষ অবদানে পদক পেলেন লেলাং প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন
বিস্তারিত
সমাজ সেবা ও শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা পদক “একুশে এ্যাওয়ার্ড-১৫” পেলেন ফটিকছড়ি উপজেলার লেলাং ইউপির প্যানেল চেয়ারম্যান, শাহ্নগর বহুমূখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য মো: সরোয়ার হোসেন। এলাকায় সমাজ সেবা ও শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তাকে এ পুরস্কার প্রদান করা হয়। গত ২৫ ফেব্র“য়ারী রাজধানী ঢাকার মৈত্রী মিলানায়তনে জার্নালিষ্ট ফর হিউম্যান রাইটস্ ও ঢাকা সামাজিক, সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও একুশে সম্মাননা এ্যাওয়ার্ড-১৫ প্রদান অনুষ্ঠানে মো: সরোয়ার হোসেন উক্ত সম্মননা পদক গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী আ: ক: ম: মোজাম্মেল হক (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক এমপি ও নকল প্রতিরোধ কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ ওয়াজেদ মিয়া, মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মুক্তিযোদ্ধা জি.এম.সরওয়ার হোসেন। এদিকে সমাজ সেবা ও শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মননা পদক লাভ করায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লেলাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুব উদ্দীন মুহুরী, সকল ইউপি সদস্যবৃন্দ, শাহ্নগর বহুমূখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ, বিভিন্ন শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান।