Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ।
বিস্তারিত
সম্মানিত উদ্যোক্তাগণ, আপনাদের এতবার বলা সত্ত্বেও গুটি কয়েকজন ছাড়া (ভূজপুর,নারায়ণহাট,পাইন্দং, দাতমারা,নানুপুর,জাফতনগর, লেলাং)আপনারা আপনার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না।
যা অত্যন্ত দুঃখজনক ,আপনাদের নিকট হতে আশা করা যায় না।
সবকিছুরই একটি সীমাবন্ধতা ত্রুটি থাকবেন,এই সমস্ত বিষয় অতিক্রম করেই আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে।
অনেক কথায় বলে পেলেছি, এইবার যে বিষয়ে আলোচনার বিষয় তা তুলে ধরছিঃ
১. http://dcms.e-service.gov.bd/ এর আপগ্রেশনের কাজ শেষ হয়েছে। এখন থেকে দৈনিক আয়ের তথ্য এইখানেই আপলোড করতে হবে।
২.log In করার পূর্বে অবশ্যই আপনার WEB BROWSER এর History/Cach Cler করে নিবেন।
৩.log In এর সুবিধার্থে সকলের আইডি অপরিবর্তিত এবং পাসওয়াড dcms123 সেট করে দেয়া হয়েছে।
৪.log In করে সকলে তাদের প্রোফাইল আপডেট করবেন। Profile Upadete এর ক্ষেত্রে সকল তথ্য অবশ্যই ENGLISH এ পূরণ করবেন।এই ব্যাপারে যেকোন প্রয়োজনে আপনার সহকর্মী উদ্যোক্তা বন্ধু সর্বোপরি আমার সাথে যোগাযোগ করতে পারেন।
৫.আপনারা প্রোফাইল আপডেট করতে না চাইলে, পেজেরে নিছের দিক প্রথম পাতায় ক্লিক করে মূল পাতায় চলে যেতে পারেন।
৬.এই ক্ষেেত্রে প্রতিবেদন দাখিলের পূর্বে মূল মেন্যূ হতে অবশ্যই ই-সেবা সমূহ সংযুক্ত করতে হবে।
৭.পরবর্তিতে প্রতিবেদন হতে প্রতিবেদন দাখিলে ক্লিক করে প্রতিবেদন দিতে পারবেন।
 
সর্বোপরি আপনাদের সকলে আন্তরিক সহযোগিতা কামনা করছি।
 
ধন্যবাদ।
 
বিঃদ্রঃ০১. সকলকে তাদের প্রতিবেদন দাখিলের অসম্পূণ তারিখসহ চলতি তারিখ পর্যন্ত আপলোড করার জন্য বিশেষ অনুরোধ করা গেল।
      ০২. যে সকল উদ্যোক্তা এখনো রেজিষ্টেশন করেননি তারা অতিসত্ত্বর রেজিষ্টেশন করার জন্য বলা হলো।
ডাউনলোড
প্রকাশের তারিখ
29/10/2015