চট্টগ্রাম শহর থেকে নাজিরহাট বা খাগড়াছড়ির বাস যোগে ঝংকার নেমে সিএনজি যোগে নানুপুর গৌতম বিহার যাওয়া যাবে।
0
নানুপুর গৌতম বিহার ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নে অবস্থিত। বৌদ্ধ পূর্ণিমা ও মাঘী পূর্ণিমা উপলক্ষে এ বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের আগমন ঘটে। কঠিন চীবর দান উৎসবের সময় বিহার প্রাঙ্গনে মূলত বৌদ্ধ ভিক্ষুদেরকে ত্রি-চীবর নামক বিশেষ পোশাক দান করা হয়। চীবর হলো এক ধরনের পোষাক যা তুলো থেকে তৈরি হয় এবং অবশেষে ত্রি-চীবর প্রস্তুত হয়। ভক্তরা পুণ্যের আশায় প্রতি বছর এভাবে চীবরসহ ভিক্ষুদের অন্যান্য আনুষঙ্গিক সামগ্রীও দান করে থাকেন। প্রবারণা পূর্ণিমার সময় ফানুস উড্ডয়নের অনুষ্ঠান নানুপুর গৌতম বিহারের অন্যতম আকর্ষণ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস