Title
সোশ্যাল মিডিয়া সংলাপ এ অংশগ্রহণ প্রসংঙ্গে।
Details
আগামী ১৯.০১.১৬ তারিখ বিকাল ৪.০০-৫.০০ টায় মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে একটি সোশ্যাল মিডিয়া সংলাপ অনুষ্ঠিত হবে।প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মহোদয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তা সঞ্চালনা করবেন।একইভাবে মন্ত্রিপরিষদ বিভাগ, ভূমি মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, সকল বিভাগীয় কমিশনারের কার্যালয় সংযুক্ত হবে।সংলাপটি ইউটিউবে সরাসরি সম্প্রচার করা হবে।লিংকঃ https://www.youtube.com/watch?v=O34yfTFGpJ0 গুগল ফর্মের মাধ্যমে আগাম প্রশ্ন ১৭.০১.২০১৬ তারিখের মধ্যে পাঠাতে হবে।লিংকঃ https://docs.google.com/forms/d/1uS-HrrHVJCz-VUWZGhGBomGhmVRWJFw62ud-9lc6IYk/viewform পৃথিবীর যেকোন প্রান্ত থেকে উভয় লিংকে সংযুক্ত হওয়া হবে।এ ব্যাপারে ব্যাপক প্রচারণা দরকার।সংলাপটি বাংলাদেশ টেলিভিশন ও ৭১ টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে।
বিষয়টির আলোকে আপনাদের মূল্যবান মতামত ও প্রশ্ন প্রেরণের জন্য অনুরোধ করা হলো।
ধন্যবাদ।