ডিজিটাল সেন্টার ম্যানেজমেন্ট সিস্টেম সংক্রান্ত নির্দেশনা।
Details
ডিজটাল সেন্টারের দৈনিক রিপোর্ট আপলোড সংক্রান্ত সাইট ডিজিটাল সেন্টার ম্যানেজমেন্ট সিস্টেম (ডিসিএমএস,http://dcms.e-service.gov.bd/) এর আপগ্রেডেশনের কার্যক্রম সম্পন্ন হয়েছে । আপনাদের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিভাবে দুঃখিত। নতুন এ সাইটে রিপোর্ট আপলোড/লগইন করার ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়াবলী সম্পর্কে নির্দেশনা দেয়া প্রয়োজনঃ
(ক) প্রথমে ব্রাউজারের কাশ, কুকিজ ও হিষ্টোরী ক্লিয়ার করে নিতে হবে। এরপরে লগইন করার পর উদ্যোক্তাদের প্রথমে প্রোফাইল আপডেট করে সংরক্ষন করতে হবে। এক্ষেত্রে সকল ইউজার আইডি অপরিবর্তিত রয়েছে এবং নতুন পাসওয়ার্ড dcms123 হিসেবে রিসেট করা হয়েছে ।
(খ) প্রোফাইল এর বিনিয়োগ সংক্রান্ত তথ্যের ক্ষেত্রে উদ্যোক্তাদের নিজ বিনিয়োগ ও ঋণ করা বিনিয়োগ উল্লেখ করলে দুইটার যোগফল হিসেবে মোট বিনিয়োগ দেখাবে। (গ) এরপর ই-সেবা মেন্যুর ই-সেবা সংযুক্ত অপশন থেকে সেন্টার থেকে প্রদত্ত সেবাগুলো নির্বাচন করে সংরক্ষন করতে হবে। (ঘ) তারপরে প্রতিবেদন আপলোড মেন্যুর প্রতিবেদন দাখিল অথবা এক্সেল টেম্পলেট ডাউনলোড এর যেকোন অপশন থেকে রিপোর্ট আপলোড করতে হবে। এক্সেল টেম্পলেটে রিপোর্ট আপলোডের সময় পুরুষ/মহিলা এবং সেবার নাম ড্রপডাউন বক্স থেকে সিলেক্ট করতে হবে ।
(ঙ) নতুন এক্সেল টেম্পলেট ডাউনলোড করে বিগত সকল মাসের/তারিখের রিপোর্ট আপলোড করতে হবে।
(চ) নতুন সাইটে ডাটা মাইগ্রেশনের কাজ চলমান রয়েছে আর পূর্বতন রিপোট দেখার জন্য http://114.130.54.229/ এই লিঙ্কে লগইন করুন ।
আপনাদের অবগতির জন্য উদ্যোক্তাদের প্রোফাইল আপডেট এবং ই-সেবা সংরক্ষনের পদ্ধতির ম্যানুয়াল সংযুক্তিতে দেয়া হলো। এ সংক্রান্ত যে কোন প্রয়োজনে আমার সাথে যোগাযোগের অনুরোধ রইলো।