বশিউক, রাঙ্গামাটিয়া রাবার বাগান, ফটিকছড়ি, চট্টগ্রাম।
ফটিকছড়ি উপজেলায় উত্তর-পূর্ব দিকে প্রায় ০৩ (তিন) কিলোমিটার দূরে রাঙ্গামাটিয়া গ্রামে বাগানটি অবস্থিত। এটিতে সিএনজি/রিক্সা যোগে যাওয়া যায়।
যোগাযোগঃ
জনাব মোঃ আলাউদ্দিন মিঞা, মোবাইলঃ ০১৭২৬-৭৭৮৮৪৩, ব্যাবস্থাপক (চঃ দাঃ), বশিউক, রাঙ্গামাটিয়া রাবার বাগান, ফটিকছড়ি, চট্টগ্রাম।
জনাব মোঃ আলাউদ্দিন মিঞা, মোবাইলঃ ০১৭২৬-৭৭৮৮৪৩, ব্যাবস্থাপক (চঃ দাঃ), বশিউক, রাঙ্গামাটিয়া রাবার বাগান, ফটিকছড়ি, চট্টগ্রাম।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ১৩৫৬.৬২ একর বিশিষ্ট রাঙ্গামাটিয়া রাবার বাগান ২০১২সালে কাঞ্চননগর রাবার বাগান থেকে পৃথক হয়, যা মূলত ১৯৭৮-৭৯ সালে স্থাপিত হয়। বাগানটি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলা সদরের ০৩(তিন) কিলোমিটার উত্তর পূর্ব দিকে কাঞ্চননগর রাস্তার উভয় পার্শে অবস্থিত। উক্ত বাগানে মোট গাছের সংখ্যা ১০১৮৮৫টি, উৎপাদনশীল গাছ ৬২১৮৪টি, জীবনচক্র হারানো গাছ ২১০৭১টি। কর্মরত মোট শ্রমিক সংখ্যা ৭৫জন, মোট কর্মচারী ৯ জন, কর্মকর্তা ২জন এবং ১০জন আনসার সদস্য বিদ্যমান।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS