Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
হাদি বাদশাহ আউলিয়া এর মাজার
Location
শাহনগর,ফটিকছড়ি,চট্টগ্রাম।
Transportation
চট্টগ্রাম হতে বাস বা সি এন জি করে ফটিকছড়ি বাজার । ফটিকছড়ি বাজার হতে সি এন জি যোগে হাদি বাদশাহ আইঊলিয়া এর মাজারে পাকে আসা যায়।
Details

অলীকুল সম্রাট সুলতানুল আউলিয়া হযরত শাহান শাহ সৈয়দ মাওলানা হাদী   উদ্দীন হাদী বাদশা শাহ প্রকাশ হাদী বাদশা আউলিয়া (কঃ)’র এর মাজার
বাংলাদেশের আটষট্টি হাজার গ্রামের মধ্যে “শাহনগর” একটি বিশেষ ঐতিহ্যবাহী গ্রাম । চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন ১৩নং লেলাং ইউনিয়নের মধ্যস্থলে এই এলাকাটি ছিল একটি অনবাদী অঞ্চল।১৭৫৭ সালে সুলতানুল আউলিয়া হযরত শাহান শাহ সৈয়দ মাওলানা হাদী   
উদ্দীন হাদী বাদশা শাহ প্রকাশ হাদী বাদশা আউলিয়া (কঃ) এই অঞ্চলে ইসলাম ও দ্বীনের
তা’লিম দেয়ার উদ্দেশ্য স্বপরিবারে তশরীফ এনে বসতি স্থাপন করেন।পর্যায়ক্রমে বিভিন্ন অঞ্চল থেকে লকজন বসতি স্থাপন করার ফলে কয়েক বছরের মধ্যে ইহা একটি গ্রামে পরিণত হয়। এখানে তাঁর আধ্যাত্নিক-তাছাররুফাত ও কামালিয়াত দেখে লোকজন তাঁর প্রতি আকৃষ্ট হয়ে পড়েনএবং তাঁর নামানুসারে “শাহনগর” নামকরন করেন। শাহনগর গ্রামে এখনো সুলতানুল আউলিয়া (কঃ)’র আস্তানা শরীফ রয়েছে। উক্ত আস্তানা শরীফ সংলগ্ন  তাঁর বড়পুত্র কতুবুল আউলিয়া হযরত  সৈয়দ মাওলানা শামায়েত উদ্দিন শাহ  প্রকাশ শামায়েতুল ফকির(রঃ)  বাসগৃহ নির্মাণ করেন। উক্ত আস্তানা ও বাসগৃহকে কেন্দ্র করে  গ্রামের মধ্যস্তলে উক্ত বাড়িকে শামায়েতুল ফকির বাড়ি নামকরন করা হয় । হযরত  সৈয়দ মাওলানা শামায়েত উদ্দিন শাহ   জাহানপুর নিবাসী প্রখ্যাত অলীয়ে কামেল হযরত মুফতি গরীব উল্লাহ শাহ (রাহঃ)জাহানপুর এর বংশধর থেকে বিবাহ করেছেন।কিন্তু কালের বিবর্তনে এই সমস্ত তথ্যাদি প্রায় বিলুপ্তির পথে।সুলতানুল আউলিয়া (কঃ) উক্ত বাড়িতে বেশ কয়েক বৎসর কাল অবস্থান করার পর আধ্যাত্নিক জেয়ারত ও মোরাকবা ও মোশাহেদা করার নিমিত্তে বর্তমান রওজা শরীফস্তিত এলাকায় অর্থাৎ উত্তর গোপালঘাটা গ্রামের উত্তর সীমায় এক অরণ্যে তিনি আস্তানা শরীফ স্থাপন করেন।উক্ত রাওজা এলাকায় পুকুর,ধানী জমি স্থাবর অস্থাবর,এবং সুলতানুল আউলিয়ার ব্যবর্হায আসা(লাঠি), তছবিহ ও অন্যান্য সামগ্রী, ইত্যাদি সম্পত্তির মালিক সুলতানুল আউলিয়া (কঃ) এর আউলাদ্গণ।
সুলতানুল আউলিয়া (কঃ)’র পুত্র বংশীয় ৬ষ্টতম ওইয়ারিশ তৎকালিন ফকির বাড়ির বড় মাওলানা নামে খ্যাত মুফতিয়ে আযম আল্লামা মুফতি সৈয়দ মকবুল আহমদ শাহ(রঃ) শাহনাগর কেন্দ্রীয় ঈদ জামাতের ইমাম ছিলেন। যাহা সুলতানুল আউলিয়া(কঃ)’র প্রতি এলাকাবাসির গভীর ভক্তি -শ্রদ্ধার বর্হি প্রকাশ সুলতানুল আউলিয়া(কঃ)’র বংশধরগণকে এলাকাবাসী বংশগত লক্ববে ভূষিত করে ‘শাহ ছাহেব’ বলে সম্বোধন করেন।